এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গণঅভ্যুত্থানের একবছর পূর্তি উপলক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা মোতাবেক বগুড়া জেলা পরিষদ কর্তৃক জেলা পর্যায়ে তরুণদের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ০৮ জুলাই ২০২৫ খ্রি: তারিখের মধ্যে ১-২ পৃষ্ঠার একটি ধারণা পত্র জেলা পরিষদ কার্যালয়ে সরাসরি অথবা জেলা পরিষদের ই-মেইল (zpbogra@lgd.gov.bd) এ অফিস চলাকালীন সময়ের মধ্যে জমা প্রদানের জন্য অনুরোধ করা হলো। এ প্রতিযোগিতায় বিজয়ী গ্রুপের প্রত্যক্ষ অংশগ্রহণে নির্বাচিত উদ্ভাবনী প্রস্তাব বাস্তবায়ন করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস